সামনে বিধানসভা নির্বাচন। আর তার আগে SIR নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন। শনিবার আনুমানিক দুপুর ২টা নাগাদ আউশগ্রাম-২ ব্লক অফিসের বাইরে SIR-এর সহায়তা কেন্দ্রে বসে তিনি বলেন, জীবিত মানুষকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এরজেরে সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।