২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মহেশতলা বিধানসভায় তৃতীয়বারের জন্য সভাপতি নির্ধারণ হলেন শোয়েব পিয়াদা। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা হওয়ার পর কংগ্রেসের কর্মীদের সঙ্গে মিষ্টিমুখ করেন শোয়েব পেয়াদা
ঠাকুরপুকুর-মহেশতলা: জাতীয় কংগ্রেসের মহেশতলা বিধানসভায় তৃতীয়বারের জন্য সভাপতি হলেন শোয়েব পিয়াদা - Thakurpukur Mahestola News