মুর্শিদাবাদ জেলার বহরমপুর রেলওয়ে স্টেশন এলাকায় পরিবর্তন সভা আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। শুক্রবার বিকেলে জানা গিয়েছে, উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে উঠে কেন্দ্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমন সানিয়েছেন।