বারইপুর সূর্যপুর সেতু প্রায় তিন বছর ধরে কোটি কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে এবং তার উদ্বোধন হয়ে গেছে তিন মাস, কিন্তু তারপরেও সূর্যপুর সে তো এখনো লাইট নেই অসুবিধায় পড়তে হচ্ছে এলাকার মানুষজন এদের, এলাকার মানুষদের দাবি যে কোটি কোটি টাকা ব্যয় এই সেতু তৈরি হলেও উদ্বোধনের তিন মাস হয়ে গেছে তাও এখনো সূর্যপুর সেতুতে নেই লাইট, সূর্য ডুবলেই ব্রিজে নেমে আসে অন্ধকার পথ চলতি মানুষরা যে ফুটপাত দিয়ে যাবে সেই ফুটপাতেও নেই লাইট সুতরাং অসুবিধা পড়তে হচ্ছে এলাকার পথ চলতি