নলহাটিতে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপতার স্বামী । আজ বেলা ১১ টা নাগাদ আদালতে পাঠালো নলহাটি থানা পুলিশ। গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড পাহাড়ি গ্রামের। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রুপালি লেট। পাহাড়ি গ্রামের বাসীন্দা রুপালি লেট তার বাড়িতেই ছিল, সেই সময় তার স্বামী দীপঙ্কর লেট মদ্যপ অবস্থায় এসে পারিবারিক অশান্তির জেরে রূপালি লেটের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।