বরাবাজার: বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে পৌঁছালেন, BJP র বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি
বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে পৌঁছান ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক। জানা যায়, দুপুর গড়িয়ে গেলেও আউটডোরে কোন চিকিৎসকের দেখা নেই। দূর দূরান্ত থেকে রোগীরা এসে ভিড় করেছে চিকিৎসা কেন্দ্রের চত্বরে। অথচ দুপুর গড়িয়ে গেলেও চিকিৎসা পরিষেবা পাইনি তারা। এদিন বিজেপি নেতা সমস্ত রোগীদের নিয়ে এমার্জেন্সিতে যে চিকিৎসক ছিলেন তাকে দিয়ে রোগীদের দেখানোর ব্যবস্থা করেন।