বছরের প্রথম দিনেই ভক্তদের ভিড় মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের ঐতিহ্যবাহী মটুকেশ্বর শিব মন্দিরে। নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকেই বৃহস্পতিবার দুপুর প্রযন্ত বিভিন্ন এলাকার ভক্তরা এসে ভিড় জমান মন্দির চত্বরে। শিব আরাধনায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। তবে মন্দির কমিটির পক্ষ থেকে এ বছর মন্দির চত্বরে পিকনিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভক্তদের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।