কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারীর ৪/৫৪ নং বুথে দুজন জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে তালিকায়, দিনহাটায় পাল্টা প্রতিক্রিয়া মন্ত্রী উদয়ন গুহর। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিনহাটায় এ নিয়ে তিনি মন্তব্য করেন।। জানা গিয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকার৪/৫৪ নং বুথে দুজন রাজবংশী সমাজের মানুষ অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে মৃত