গলসি ১: গলসি থানার অন্তর্গত সিমনোড় রাকোনা মোড় ১৯নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার চাকা গাড়িতে থাকা এক ব্যক্তি
গলসি থানার অন্তর্গত সিমনোড় রাকোনা মোড় ১৯ নম্বর জাতীয় সড়কে সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার চাকা গাড়িতে থাকা এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কিশোরী প্রসাদ গুপ্তা (৬০) হাওড়াজেলার সাঁকরাইল থানার আলমপুরে বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে বিহারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে তিনি গিয়েছিলেন সেখান থেকে চারচাকা গাড়ি করে বাড়ি ফেরার পথে আজ শনিবার সকাল ৬টায় অজানাগাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ গাড়িতে থাকা মোট চারজনকে গুরুতর জখম হয়