জামুরিয়া: বেশ কয়েকটি দাবি নিয়ে তফসী গ্রামের মানুষজন কুনুস্তুরিয়া কাঁটামোড় সংলগ্ন ইসিএলের এরিয়া অফিসে গিয়ে বিক্ষোভ
শনিবার সকাল সাড়ে এগারোটায় বেশ কয়েকটি দাবি নিয়ে তফসী গ্রামের মানুষজন কুনুস্তুরিয়া কাঁটামোড় সংলগ্ন ইসিএলের এরিয়া অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।এ সময় উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, শ্রমিক নেতা রাজু মুখার্জি সহ বহু সাধারণ মানুষ। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জিএম এর সাথে বৈঠকে বসেন বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্কুল বাস কেন বন্ধ হল? প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে বেশ কিছুদিন ধরে ইসিএল-এর কুনুস্তোড়িয়া এলাকার বেশ কয়েকটি কোলিয়ারি