এসআইআর এর খসরা তালিকায় মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন খাটেরবাড়ি এলাকায় জিবীত থাকা সত্ত্বেও মৃতের তালিকায় নাম থাকা দুই বাসিন্দার বাড়িতে এলেন শুক্রবার বেলা বারোটা নাগাদ তৃণমূল যুবর রাজ্য সাধারণ সম্পাদক কমলেশ অধিকারী।তিনি এদিন এসে ওই দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাহুল হোসেন ও কাজিমা খাতুন এই দুজনকে মৃত দেখানো হয়েছে।অথচ দুজনই জীবিত।মৃতের তালিকায় নাম থাকায় চিন্তিত পরিবারের সদস্যরা।তৃণমূল যুবর রাজ্য সাধারণ সম্পাদক কমলেশ অধিকারী জানান