ঘটনাটি রবিবার রাতে তুফানগঞ্জ দুই ব্লকের থেটার পাট এলাকার ঘটনা। জানাযায় স্থানীয় বাসিন্দা তাপস বর্মনের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছিল রবিবার রাতে। তাপস বাবু জানান তিনি সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন ফিরে এসে দেখেন তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। ঘরে আলমারিতে রাখা ১২০০০ টাকা সবই নিয়ে যায় চোর বা চোরের দল।