মিম হচ্ছে ভোট কাটুয়া পার্টি। বিজেপির বি টিম হয়ে এজেন্ট হয়ে বাংলায় এসেছে ভোট কাটতে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছেড়ে মিমে যোগদান করে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে সোমবার দুপুর বারোটা নাগাদ সর্বমঙ্গলা পল্লী এলাকায় মিমকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশিস কুন্ডু।