পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এই ক্যান্টিন চালু হয় কয়েকমাস আগে।সহযোগিতায় আছেন ড্রাইভার সমবায় সমিতি, ও জেল পরিষদের কর্মীরা।এদিনের মেনুতে ছিল,ভাত, আলু-সয়াবিনের তরকারি,মুরগির মাংস এবং নলেনগুড়ের সন্দেশ। পেটপুরে খেলেন এলাকার গরিব মানুষেরা। অন্যদিনও পাঁচ টাকায় ভাত তরকারি খান শতাধিক মানুষ। আজ বিশেষ দিনে সংখ্যাটা কিছুটা বেশি। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন,আজ বিশেষ দিনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গরিব মানুষেরা যাতে দিনটিকে উপভোগ করতে পারে সেজন্য।