রতুয়া ১: রতুয়া বিধানসভা আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বিতর্ক উসকে দিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক
Ratua 1, Maldah | Nov 30, 2025 রতুয়া বিধানসভার দীর্ঘদিনের বর্ষীয়ান বিধায়ক রয়েছে সমর মুখার্জি। কিন্তু এই বিধানসভা আসন থেকেই এবারে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে একপ্রকারে বিতর্ক উসকে দিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র রায়। তার দাবি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব এবং মাদার সংগঠনের বিভিন্ন দায়-দায়িত্ব পালন করে আসছেন। বয়স ৬০ ঘরে ছুই ছুই রয়েছে। এখন যদি সেবার সুযোগ না পায় তাহলে কখন পাবো! যারা বয়স্ক হয়ে গেছে তাদের বদলে পরিচিত আঙ্গিনা রতুয়া আসনে প্রার্থী করা হোক।