বাসন্তী: কেন্দ্রে রাজ্যের দড়ি টানাটানি থমকে রেল সম্প্রচারণের কাজ,রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরদার।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা কেন্দ্রে রাজ্যের দড়ি টানাটানি থমকে গিয়েছে রেল সম্প্রচারণের কাজ,রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরদার মহাশয় বাসন্তী ব্লক সহ সুন্দরবনের রেল পরিকাঠামোর ব্যবস্থা আজ দীর্ঘদিন ধরে কোন একটি কারণে বন্ধ থাকায় দায় করলেন রাজ্য সরকারকে রাজ্য সরকারের কারণে সুন্দরবনবাসীর জীবন জীবিকা থেকে সমস্তটাই নষ্ হচ্ছে। এবং তিনি একাধিক সমস্যার কথা তুলে ধরেন রবিবার বিকেল তিনটে ত্রিশ মিনিট নাগাদ সেই ছবি দেখা যায় পাবলিক অফ ক্যামেরায়।