নলহাটি ২: আকালীপুর গ্রামে রুপশ্রী প্রকল্পের সঠিক বয়ষ সিমা খতিয়ে দেখলেন নবনিযুক্ত বিডিও সাহেবা ও জয়েন্ট বিডিও
23শে নভেম্বর রবিবার দুপুর একটা নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের আকালীপুর গ্রামে রুপশ্রী প্রকল্পের সঠিক বয়ষ সিমা খতিয়ে দেখতে তদন্তে যান ব্লকের নবনিযুক্ত বিডিও সাহেবা প্রীয়াঙ্কা সাধুখা ও জয়েন্ট বিডিও প্রবীর কুমার দত্ত।তারা বাড়িতে গিয়ে পরিবারের সাথে জিঞ্জেসাবাদ করে সব দিক খতিয়ে দেখেন। এরপর ঐ গ্রামের বহু প্রাচীন মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত গুহ্যকালী মন্দিরে যান, পূজো দেন ও মন্দির চত্বর ঘুরে দেখেন।