ইটাহার: জতীয় কংগ্রেসে যোগ দিয়ে চেকপোষ্ট থেকে কয়েক শতাধিক বাইক নিয়ে ১৫ কিমি র্যালি করে ইটাহারে পৌঁছালেন প্রাক্তন MLA অমল আচার্য
জতীয় কংগ্রেসে যোগ দিয়ে প্রায় কয়েক শতাধিক বাইক নিয়ে হুড খোলা গাড়িতে চেকপষ্ট থেকে ১৫ কিলোমিটার র্যালি করে ইটাহারে পৌঁছালেন প্রাক্তন MLA তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। শুক্রবার বিকেলে ইটাহার চৌরঙ্গী মোড়ে অমলকে স্বাগত জানাতে ঢাক ও ব্যান্ডপার্টি বাজনার তালে জাতীয় কংগ্রেস নেতা কর্মী থেকে শুরু করে অমলের অনুগামীরা উচ্ছ্বাসে মেতে উঠেন। জানা গিয়েছে, গত বুধবার কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন MLA অমল সহ তার কিছু অনুগামী।