রায়গঞ্জ: বাংলাদেশে অস্থির রাজনৈতিক আবহে কালিয়াচকের ৪ যুবককে পাকিস্তান যোগের অভিযোগে পুলিশের হাতে তুলে দিল গৈতর গ্রামের বাসিন্দারা
বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে কালিয়াচকের চার যুবককে পাকিস্তান যোগের অভিযোগে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রায়গঞ্জ শহর লাগোয়া গৈতর গ্রামে ওই চার যুবক কাঠাল গাছের পাতা কিনতে এলে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, এক যুবক স্থানীয় বাসিন্দা ধর্মেন্দ্র সরকারের কাছে পাঁচ হাজার টাকা নগদ চায় এবং অনলাইনে টাকা পাঠানোর কথা বলে। কিউআর কোড পাঠানোর জন্য দেওয়া মোবাইল নম্বরের শুরুতে +৯২ থাকায় সন্দেহ বাড়ে।