হুমায়ুন কবির তৃণমূলের কাউন্টার পাঠ। বৈষ্ণব নগরে যিনি প্রার্থী হয়েছেন হুমায়ুন কবিরের নতুন দলের এক মহিলা তাকে আমি চিনিও না। আমাদের প্রধান লক্ষ্য ২০২৬-এ এই সরকারকে বিসর্জন দেওয়া। উল্লেখ্য হুমায়ুন কবিদের নতুন দল জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করা হয়েছে বোষ্টম নগরের একসিভিক ভলেন্টিয়ার মুচকেরা বিবিকে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার দুপুর বারোটা নাগাদ পুরাটুলি বিজেপি কার্যালয় বললেন বিজেপির দক্ষিণ মালদার সহ-সভাপতি তারক ঘোষ।