আবারও চুরি শান্তিপুরে। এবার দিনে দুপুরে বাইগাছি পাড়ায় স্বর্ণ বন্দকি ব্যাংকের সামনে থেকে টোটো চুরি করে চম্পট দুষ্কৃতীদের। ঘটনায় তীব্র চাঞ্চল্য শান্তিপুরে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে আনুমানিক 2 টো 30 মিনিট নাগাদ শান্তিপুর বাইগাছি পাড়ায় এক বেসরকারি স্বর্ণ বন্দকি ব্যাংকে যান এক টোটো চালক। ওই ব্যাংকের সামনেই রাখা ছিল টোটোটি। অভিযোগ, ওই টোটো চালক ব্যাংক থেকে বেরিয়ে দেখেন তার টোটোটি চুরি হয়ে গেছে। পরে ওই টোটো চালক শান্তিপুর থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদ