চুঁচুড়া-মগরা: একটি খুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালতের বিচারক
একটি খুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক। ২০১৯ সালের ৮ই জুন মগরার পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে মহম্মদ আনোয়ার এর মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে। চুঁচুড়া আদালতে চলছিল বিচার প্রক্রিয়া। মঙ্গলবার প্রথম দায়রা আদালতের বিচারক অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।