পান্ডুয়ার বিলসড়া স্কুল সংলগ্ন এলাকায় পরিবর্তন সভা করল বিজেপি। আজ সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ সূত্রের খবর এদিন বিজেপি পাণ্ডুয়া মন্ডল একের পক্ষ থেকে হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের বিলসড়া স্কুল সংলগ্ন এলাকায় এই পরিবর্তন সভার করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি পান্ডুয়া মন্ডল একের মন্ডল সভাপতি সুব্রত দেওয়ান সহ বিজেপি পান্ডুয়া মণ্ডল একের অন্যান্য নেতাকর্মীরা। মূলত এস আই আর ও সিএ নিয়ে রাজ্যে শাসক দল তৃণমূল,,