সুতাহাটা: ৭২ তম সমবায় সপ্তাহ উদযাপন পল্লিসি সমবায় সমিতি সুতাহাটা চৈতন্যপুরে
৭২ তম সমবায় সপ্তাহ উদযাপন পল্লিসি সমবায় সমিতি সুতাহাটা চৈতন্যপুরে।রবিবার সকাল আটটা থেকে শুরু হয় চলে বিকেল চারটে পর্যন্ত নানা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুতাহাটা কোপারেটিভ সোসাইটি লিঃ কমলেশ চক্রবর্তী, মিহির দাস সম্পাদক ব্রজলাল চক সমবায় সমিতি, ও তমলুক রেঞ্জ সিডিও সৌম্য জানা,সমবায় সমিতির সভাপতি তাপস কুমার মাইতি, সম্পাদক মুরারি মোহনদাস, টিজিসিসিবি ডাইরেক্টর জয়দেব পাল সহ অন্যান্যরা।