গড়বেতা ৩: নয়াবসতের বাঁধগোড়ার জঙ্গলে প্রবেশ করেছে হাতির দল,ক্ষতিগ্রস্ত হয়েছে আলুর,সতর্কতা জারি বনদপ্তরের
মঙ্গলবার ভোরে নয়াবসত রেঞ্জের আমকাদলা জঙ্গল হয়ে বাঁধগোড়ার জঙ্গলে প্রবেশ করেছে সাত থেকে আটটি হাতির একটি ছোট্ট দল,জঙ্গলে প্রবেশ করার পথে চার থেকে পাঁচ বিঘা জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।ইতিমধ্যেই বনদপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা। পাশাপাশি হাতি গুলির গতিবিধির উপর নজর রাখা হয়েছে বনদপ্তরের তরফে।