বান্দোয়ান: জাল ওষুধ বিক্রির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল বি সি ডি এর
বিসিডিএ এর উদ্যোগে ভেজাল জাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে বান্দোয়ানে সচেতনতা, প্রতিবাদ রেলি ও সমাবেশ করা হলো।রবিবার বেলা ১২.৩০ টা থেকে বান্দোয়ান ব্লক মোড় থেকে মিছিল শুরু হয় পরে গোটা বাজার প্রদক্ষিণ করে শেষে প্রতিবাদ সভা করা হয়।জানা যায় গোটা রাজ্যে একই দিনে ২৩৪ টি এরকম রেলি ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বিসিডিএ বান্দোয়ান জোনের পক্ষ থেকে জানানো হয়,রাজ্য জুড়ে জাল ও ভেজাল ওষুধে ছেয়ে গেছে, অতিরিক্ত ডিসকাউন্টের আশায় সাধারণ মানুষ ওষুধ কিনছেন এবং প্রতারিত হচ্ছেন।