মাথাভাঙা শহরের ১২ নং ওয়ার্ড নেতাজি পাড়া এলাকায় এক বাড়িতে চুরির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। শুক্রবার বেলা 2 টা নাগাদ দেখা গেল এই চিত্র। জানা গেছে ওই এলাকায় বাসিন্দার গোলাপী মন্ডল বাইরে কাজ করতে গিয়েছিলেন । এই ফাঁকা বাড়ির সুযোগে ঘরের তালা ভেঙে সোনা গহনা সহ গ্যাস সিলিন্ডার শীত বস্ত্র সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছেন চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।