প্রাক্তন পুর বোর্ডের বিরুদ্ধে থানায় FIR কান্ডে আরামবাগ পৌরসভায় সাংবাদিক সম্মেলন করলেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি।জানা যায়,আরামবাগ পুরসভার প্রাক্তন বোর্ডের বিরুদ্ধে থানায় FIR করে বর্তমান বোর্ড।অভিযোগ উঠে,গ্রীন সিটি প্রকল্পে তছরূপ করার অভিযোগে এই সিদ্ধান্ত।ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় রাজনৈতিক মহলে।বিরোধীরা বিষয়টি নিয়ে জল ঘোলা করতে থাকেন বারবার।এদিন সাংবাদিক বৈঠক করে বিষয় স্পষ্ট করলেন জেলা সভাপতি।