পুরুলিয়া ২: পিড়রা পঞ্চায়েত এলাকায় একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন পুরুলিয়া ২ নং ব্লকের BDO
পুরুলিয়া দু নম্বর ব্লকের পিড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের একাধিক কাজ পরিদর্শন করে দেখলেন পুরুলিয়া দু নম্বর ব্লকের বিডিও । তিনি লুকুইডি এলাকাতে নবনির্মিত একটি পাকা রাস্তা ও ভূঁইয়াডি এলাকাতে নির্মীয়মান একটি আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন দিক খতিয়ে দেখেন ।