SIR আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু। এবারে বিষ খেয়ে আত্মহত্যা করল রাজবংশী সম্প্রদায়ের এক মহিলা। মালদহের পুরাতন মালদা থানার কামঞ্চ এলাকার ঘটনা। মৃত মহিলার নাম বানোতী রাজবংশী। বয়স ৩৬ বছর। তার স্বামী সোমেজ রাজবংশী পেশাষ একজন চাষী। অভিযোগ, বানোতী রাজবংশী পেটে থাকা অবস্থায় দুর্ঘটনায় বাবা গোপাল রাজবংশী মারা যান। তিন বছরের মাথায় মায়েরও মৃত্যু হয়। দাদুর বাড়িতে মানুষ হয় বানোতী।