পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের কলোড়া এরিয়া কমিটির ডাকে একাধিক দাবি নিয়ে বাংলা বাঁচাও যাত্রার আয়োজন করা হলো কলোড়া এলাকায়। জব কার্ড বাঁচাও ১০০ দিনের কাজ দাও। কৃষক বাঁচাও কৃষিতে ভর্তুকি বৃদ্ধি কর, শ্রমিক বাঁচাও শ্রম কোড বাতিল কর সহ একাধিক দাবি নিয়ে পদযাত্রার আয়োজন করা হয় কলোড়া এলাকায় । পদযাত্রাটি আয়োজন করা হয় আজ বিকেলে প্রায় চারটে নাগাদ। পদযাত্রায় পায়ে পা মেলান বাম কর্মী সমর্থকেরা