তুফানগঞ্জ ১: ঘোগারকুটি নতুন বাজার এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য
ঘটনাটি রবিবার গভীর রাতে চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি নতুন বাজার এলাকার ঘটনা। জানা গেছে নতুন বাজার এলাকার ব্যবসায়ী গোপাল চন্দ্র বসাকের দোকানে চুরির ঘটনাটি ঘটেছিল। সোমবার সকালে বিষয়টি লক্ষ্য করেন তারা। দেখতে পান দোকানে রাখা ১২ বস্তা চাল, পাঁচ বস্তা ডাল, সার্ফ, সহ একাধিক সামগ্রী এবং নগদ প্রায় ১৭ হাজার টাকা। সবমিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি যায় বলে জানা যায়। ঘটনার ইতিমধ্যে তদত্ত শুরু করেছে পুলিশ।