১৯৫২ সালে কোচবিহার পশ্চিমবঙ্গে যুক্ত হওয়ার পর প্রথম নির্বাচনের যে ছয় জন বিধায়ক নির্বাচিত হয় । তাদের মধ্যে একজন মুজির উদ্দিন আহমেদ। তার নামেই একটি রাস্তার নামকরণের আবেদন নিয়ে এদের কোচবিহারে আসেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা পঞ্চানন অনুরাগী গীরিন্দ্র নাথ বর্মন। এদিন তিনি বিকেলে কোচবিহার পৌরসভায় আসেন এবং এই মর্মে কোচবিহার পৌরসভার ভারপ্রাপ চেয়ারম্যান আমিনা আহমদকে একটি আবেদন পত্র দেন।এপ্রসঙ্গে গিরীন্দ্রনাথ বর্মন ও পৌরসভার চেয়ারম্যান কি জানিয়েছেন শুনুন