দীর্ঘদিনের দাবি পূরণ,বাঁধের কাজ শুরু ডাঙ্গারহাট সালটিয়া নদীর। উল্লেখ্য কোচবিহার ১নং ব্লকের অন্তর্গত পাটছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গারহাটের সালটিয়া নদীতে বাঁধের দাবি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের।প্রতিবছর নদী ভাঙ্গনে নদী গর্ভে চলে যায় চাষে জমি থেকে শুরু করে বসতবাড়ি।অবশেষে রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে সালটিয়া নদীর উপর ১২০০মিটার দৈর্ঘ্য বাঁধ নির্মাণের কাজের সূচনা হলো মঙ্গলবার।এদিন এই কাজের সূচনা করেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।