আউশগ্রাম ২: ভান্ডারে ‘লক্ষ্মী’ ছিলই, এবার জুড়ল ‘পাঁচালি’, আউশগ্রামের গেঁড়াইয়ে উন্নয়নের ট্যাবলোয় তৃণমূলের বার্তা
সামনেই বিধানসভা নির্বাচন। ফলোতো এই আবহেই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় বলা যেতে পারে, ভান্ডারে ‘লক্ষ্মী’ ছিলই, এবার উন্নয়নের খতিয়ানে জুড়ল ‘পাঁচালি’!। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে আউশগ্রামের গেঁড়াইয়ে ‘উন্নয়নের পাঁচালি’-র ট্যাবলোর বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি।