নারায়ণগড়: বেলদা কালী মন্দির সংলগ্ন এলাকায় আবর্জনাস্তুকে ভয়াবহ অগ্নিকাণ্ড ধোঁয়ায় ঢাকলো এলাকা
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের বেলদা কালীমন্দির সংলগ্ন এলাকায় বেলদা শহরের যাবতীয় আবর্জনা খেলা হয় রাজ্য সড়কের ধারে। সোমবার উক্ত জমা আবর্জনাতে লাগল আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো আবর্জনায়। কালো ধোঁয়ায় ঢাকা হয়ে যায় এলাকা। ঘটনায় ব্যাপক অসন্তুষ্ট এলাকার মানুষ। কবে এই এলাকা থেকে সরবে আবর্জনা সেদিকেই তাকিয়ে।