ইংরেজি নতুন বছরের ১ম দিনে ৫১ পীঠের ১ সতিপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে ভক্তদের ভীড়, আজ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ সেই চিত্রই ধরা পড়লো আমাদের ক্যামেরার, আজ১লা জানুয়ারি ইংরেজি নতুন বছরের ১ম দিন এই উপলক্ষে ভোর থেকেই ৫১ পীঠের ১ সতিপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় , লাইন দিয়ে চলছে মা নলাটেশ্বরীর বিশেষ পুজো এমনটাই জানিয়েছেন মন্দিরের এক সেবাইত, তিনি জানান আজকের এই বিশেষ দিনে নতুন বছরে পরিবারের মঙ্গলকামনার্থে সকাল থেকেই ভিড়।