দলের প্রতিষ্ঠা দিবসে রায়গঞ্জ শহরে লক্ষীর পাচালীর মাইক সহ টোটো চালালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যমে এমন তথ্য জানান বিধায়ক কৃষ্ণ কল্যানী। এদিন দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বোগ্রামে দলীয় ব্লক কার্যালয়ে, এবং রায়গঞ্জের এন.এস রোডে নিজস্ব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পাশাপাশি লক্ষীর পাঁচালির মাইক বাধা টোটো শহরের এন, এস রোডে চালান বিধায়ক৷ পাশাপাশি যুব সংগঠনের সহ সভাপতি নব্যেন্দু ঘোষের হত্যা নিয়ে সরব হন