ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত ৩ পরিযায়ী শ্রমিক, পাশে বিধায়কের প্রতিনিধি গত ২৭ ডিসেম্বর উড়িষ্যায় কাজে গিয়ে মারধরের শিকার হন তিন পরিযায়ী শ্রমিক। আহত অবস্থায় পরিবারের উদ্যোগে তাঁদের উদ্ধার করে সাগরদিঘীতে ফিরিয়ে আনা হয়েছে। খবর পেয়ে শুক্রবার বিকেলে আহত শ্রমিকদের খোঁজখবর নিতে হাজির হন বিধায়ক আয়রন বিশ্বাসের প্রতিনিধিরা এবং সহযোগিতার আশ্বাস দেন।