মানবাজার ১: "জাগো নারী জাগো বহ্নিশিখা" কর্মসূচির সমর্থনে মানবাজারের স্কুল ও গ্রামে প্রচার
রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ ও নারীদের রক্ষার দাবি তুলে আগামী ৯ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত শুরু হচ্ছে জাগো নারী জাগো বহ্নিশিখা কর্মসূচি। আগামী ১১ ডিসেম্বর পুরুলিয়ার ট্যাক্সিস্ট্যান্ডে সেই পদযাত্রা রয়েছে।বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে মানবাজার এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম ও স্কুলের সামনে সেই কর্মসূচির প্রচার করা হলো। এদিন স্কুলের ছাত্রীদের এই কর্মসূচি বিষয়ে অবহিত করা হয়।