ফরাক্কা: গাড়িতে চেপে স্বামী ও স্ত্রী মিলে গাঁজা পাচার চেষ্টা, বাঞ্চাল করলো ফরাক্কার থানার পুলিশ, গাঁজার মুল্য প্রায় ৯ লক্ষ টাকা
গাড়িতে স্বামী ও স্ত্রী মিলে গাঁজা পাচার চেষ্টা, বাঞ্চাল করলো ফরাক্কার থানার পুলিশ, গাঁজার মুল্য প্রায় ৯ লক্ষ টাকা। গতকাল গোপন সুত্রে খবর পেয়ে ফরাক্কার ২ নম্বর কলোনীর ফিডার ক্যানেলের পাশে একটি মাহিন্দ্রা বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে 86 কেজি 250 গ্রাম গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, ধৃতদের নাম উকিল চন্দ্র বর্মন (৩৯), দীপিকা মালি বর্মণ (32)। সম্পর্কে স্বামী স্ত্রী। বাড়ি কোচবিহার জেলার সাহে