দীর্ঘ জল্পনার অবসান, অবশেষে কোচবিহার পুরসভার পৌরপতির পথ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ফোন পেয়ে শনিবার সাত সকালেই মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নাটাবাড়ি দোকানি পাড়া এলাকায় দলীয় কর্মসূচিতে এসে এমনটাই জানালেন রবীন্দ্রনাথ ঘোষ।