ঘোরার নেশা থেকেই খরচ যোগা তে প্রেমিক যুবক যুবতীর ছিনতাই য়ের ঘটনা পুলিশি তদন্তে এমনই তথ্য উঠে আসছে। গতকাল উত্তর ২৪ পরগনার বাগদা থেকে ধৃত তিথি বিশ্বাসকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশের ধারণা আরও বেশ কিছু তথ্য উঠে আসবে এই ঘটনায়।
পুরুলিয়া ২: ঘোরার নেশা আর সেই নেশা থেকেই খরচ যোগাতে প্রেমিককে সঙ্গে নিয়ে ছিনতাই ধৃত যুবক-যুবতীর এমন তথ্যই উঠে আসছে - Purulia 2 News