গত সোমবার রাত ১১ টার সময় রিঙ্কু দাস নামে গৃহবধূ বযস ১৮,অজ্ঞাত কারণে বাবার বাড়ি মোবারকপুরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন,পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে,সেখানে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার আনুমানিক রাত ৩টে ৩০ মৃত্যু হয়, এর পরে রিংকু দাসের মৃতদেহ সংরক্ষণের জন্য রাখা হয তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে। মঙ্গলবার দুপুর১.৩০ মৃত রিঙ্কু দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো জেলা হাসপাতালে