কালনা ২: রামেশ্বর এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী এক ক্ষেতমজুর
পিন্ডিরা পঞ্চায়েতের রামেশ্বর এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী ১ খেতমজুর। মৃত ওই খেতমজুরের নাম লাডম কিস্কু। তার টিভি অসুখ ছিল দীর্ঘদিন ধরেই তার অসুখ সার ছিল না বলে অবসাদ থেকে তিনি বিষ খেয়ে নেন। গতকাল রাতে তার মৃত্যু হয়, আজ মঙ্গলবার হলো ময়নাতদন্ত।