স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে রবিবার বিকেলে বৃন্দাবনপুর রামকানালী ফুটবল মাঠে উপচে পড়ল দর্শকদের ভিড়। স্বর্গীয় বঙ্কিম মুখার্জী ও স্বর্গীয়া শুষুমা চৌধুরী স্মৃতি কাপের চূড়ান্ত খেলায় অংশগ্রহণ কারী দল বার্নপুর প্রান্তিক ক্লাব ট্রাইবেকারে আদ্রা ফোর্স ক্লাবকে এক গোলে পরাজিত করে কাপ জয়লাভ করে। ক্লাবের বর্তমান সম্পাদক মহেশ মুখার্জী জানান 1949 সালে শুরু হয়েছিল এই স্মৃতি কাপ প্রতিযোগিতা।দীর্ঘ 76 বছর ধরে ধারাবাহিক ভাবে চলে আসছে।