সিপিআই(এম) গলসী ২ এরিয়া কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা বারোটায় গলসী সিপিসি ধান্য ক্রয় আধিকারিকের নিকট ধান বিক্রি করা সংক্রান্ত বিভিন্ন দাবী নিয়ে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন চলাকালিন একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য মনসিজ হোসেন, শিক্ষক নেতা শিশির কেশ ও এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কৃষক নেতৃত্ব সাইফুল হক। আজকের সভায় সভাপতিত্ব করেন অমিতাভ মন্ডল।