নানুর ব্লকে আয়োজিত SIR হেল্প ডেস্ক আজ অর্থাৎ বুধবার দুপুরে পরিদর্শন করলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় প্রমুখ।এদিন তারা SIR হেল্প ডেস্কে এসে প্রতিটি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখলেন ও তাদের এসআইআর ফর্ম হাতে নিয়েও দেখেন কোথাও কোনো রকম সমস্যা রয়েছে কিনা। এমনকি একাধিক অভাব অভিযোগও শুনে দেখেন বিধায়ক বিধান চন্দ্র মাঝি।জানা গেছে, বুধবার SIR হেল্প ডেস্ক চলার পাশাপাশি পাঁচটি টেবিলে চলছিলো শুনানি।