প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের সুস্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষার বিশেষ শিবির করা হল ইটাহারে। ইটাহারের MLA মোশারফ হুসেনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এক দিনের এই স্বাস্থ্য শিবির করা হয় ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে। এখানে চক্ষু পরীক্ষা করেন বসিরহাট দক্ষিণের তৃণমূল MLA তথা চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। পরবর্তীতে চশমা ও ছানি অপারেশনের ব্যবস্থা হবে।