খোয়াই: দুর্গানগর এলাকায় চুরিকান্ড সংঘটিত করল চুরের দল
Khowai, Khowai | Nov 28, 2025 *দুর্গানগর এলাকায় চুরিকান্ড সংঘটিত করল চুরের দল* জানা যায়, গোটা পরিবারটি ছিল শহরের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে। আজ বিকেলে বাড়ির মালিক সায়ন্তদেব বাড়িতে এসে দেখতে পায় ঘরের পেছনের দরজা ভাঙ্গা। পুরো ঘর উলটপালট করা হয়েছে। আলমিরা থেকে লক ভেঙ্গে স্বর্ণালঙ্কার নিয়ে যায় চুলের দল। যদিবা ঘরের মধ্যে থাকা বাইকটি নিয়ে যেতে সক্ষম হয়নি চোরের দল।